সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

হরিণাকুণ্ডতে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু 

হরিণাকুণ্ড (ঝিনাইদহ) প্রতিনিধি 

হরিণাকুণ্ডতে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু 

ঝিনাইদহের হরিণাকুণ্ডতে বিদ্যুৎস্পৃষ্টে মহিরণ নেছা (৬২) ও তাসলিমা খাতুন (৩৫) নামে মা-মেয়ে নিহত হয়েছেন। শনিবার (২৬ আগস্ট) উপজেলার গোবরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘরের মধ্যে এলোমেলাভাবে ছড়িয়ে থাকা বৈদ্যতিক তারের সাথে বিদ্যুতায়িত হন মেয়ে তাসলিমা খাতুন। পরে তাকে উদ্ধার করতে এগিয়ে যান মা মহিরণ নেছা। মেয়েকে জড়িয়ে ধরে তিনি টানাটানি করতে থাকেন। তখন তিনিও বিদ্যুতায়িত হন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম জানান, সকালে মা-মেয়ের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে গিয়ে দেখেন বিদ্যুতায়িত হয়ে ঘরের মধ্যেই পড়ে আছেন মা-মেয়ে। উদ্ধার করার আগেই তাদের মৃত্যু হয়।

হরিণাকুণ্ড থানার ওসি আবু আজিফ জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

টিএইচ