সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

হরিণাকুণ্ডুতে নাতির হাতে দাদি খুন

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

হরিণাকুণ্ডুতে নাতির হাতে দাদি খুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে রশিয়া বেগম (৮২) নামে এক বৃদ্ধাকে হাতুড়িপেটা করে হত্যা করেছে নাতি। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। রশিয়া বেগম ওই গ্রামের মনির উদ্দিন মণ্ডলের স্ত্রী। হত্যাকাণ্ডে জড়িত আব্দুল মান্নানকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, আটক মান্নান সময় সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ঘটনার দিন বিকাল থেকে সে মানসিক ভারসাম্য হারিয়ে মা-বাবাসহ বাড়ির লোকদের ওপর চড়াও হয়। তার আচরণে ভীত হয়ে বাড়ি ছেড়ে পাশের গ্রামে চলে যান স্বজনরা। 

রাতে সে সবাইকে বাড়িতে ডেকে আনে। পরে রাত আড়াইটার দিকে দাদির শোবার ঘরের দরজা ভেঙে তাকে ধরে উঠানে নিয়ে উপর্যুপরি হাতুড়িপেটা করে। এ সময় তাকে প্লায়ার্স ও কুর্নি দিয়েও দেহের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

নিহতের ছেলে ফজলুর রহমান বলেন, মাকে হত্যা করে তার বুকের ওপর বসে ছিল মান্নান। তিনি দাবি করেন, তার ছেলে মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তখন সে সবাইকে মারতে উদ্যত হয়। তবে দু-একদিন পর আবার স্বাভাবিক হয়ে যায়। এর আগেও একবার সে মানসিক ভারসাম্য হারিয়েছিল।

হরিণাকুণ্ডু থানার ইনপেক্টর (তদন্ত) আক্তারুজ্জামান লিটন বলেন, হত্যাকারী ও নিহত নারী সম্পর্কে দাদি-নাতি। মানসিক ভারসাম্য হারিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসামিকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টিএইচ