শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

হরিণাকুণ্ডে ৭ ইটভাটায় ১৯ লাখ টাকা জরিমানা

হরিণাকুণ্ড (ঝিনাইদহ) প্রতিনিধি 

হরিণাকুণ্ডে ৭ ইটভাটায় ১৯ লাখ টাকা জরিমানা

ঝিনাইদহের হরিণাকুণ্ডতে ৭টি ইটভাটা মালিককে ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার আংশিক ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। ধ্বংস করা হয়েছে কয়েক হাজার কাঁচা ইট। 

গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তৈলটুপি এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

এ বিষয়ে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া অবৈধভাবে গড়ে ওঠা হরিণাকুণ্ড উপজেলার তৈলটুপি এলাকার জামাত ব্রিেসর ইট কাটার জায়গা এস্কেভেটর দিয়ে ভেঙে দেয়া হয় এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়। 

এ সময় একই এলাকার বিশ্বাস ব্রিক্স, সোহান ব্রিক্স, রুমা ব্রিক্স, এ,জেড, ডাবলু ব্রিক্স ও বাদল ব্রিক্সকে ৩ লাখ টাকা করে এবং আরাফ ব্রিক্সকে ১ লাখ টাকাসহ মোট ১৯ লাখ টাকা জরিমানা করা হয়। এসব ইটভাটার বিরুদ্ধে নিষিদ্ধ জ্বালানী কাঠ ব্যবহারের অভিযোগও রয়েছে। জেলাব্যাপী গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

টিএইচ