শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

হাজীগঞ্জে বাসায় ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

চাঁদপুর প্রতিনিধি

হাজীগঞ্জে বাসায় ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

চাঁদপুরের হাজীগঞ্জে বাসায় ঢুকে স্বামী-স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে ওই দম্পতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়। দম্পতির পরিচয়- উত্তম বর্মণ (৬২) ও তার স্ত্রী কাজলী রাণী বর্মণ (৫৫)।

তিনি বলেন, চুরি কিংবা পারিবারিক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে হাজীগঞ্জ থানা পুলিশ, পিবিআই, সিআইডি ও ডিবি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

টিএইচ