সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

হাটহাজারীতে ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারীতে ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার নবাগত ওসি মোহাম্মদ আহসান হাবিবের সঙ্গে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে থানার ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এসময় নবাগত ওসি উপজেলার আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি আরও বলেন, সাংবাদিকরা পুলিশের বন্ধু, শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা বজায় রাখতে আমি সবার সহযোগিতা কামনা করি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে পুলিশকে সার্বিক সহযোগিতা করার অনুরোধও জানান তিনি। 

মতবিনিময় সভায় ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর মোল্লা, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আসলাম পারভেজ, সভাপতি শ্যামল নাথ, সহ সভাপতি জাহেদ মঞ্জু, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাহাবুদ্দীন সাইফ প্রমুখ উপস্থিত ছিলেন।

টিএইচ