সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

হাটহাজারীতে ট্রিপল মার্ডার মামলার আসামি গ্রেপ্তার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারীতে ট্রিপল মার্ডার মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রিপল মার্ডার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ জামাল (৬০) প্রকাশ ক্যারাটে জামালকে দীর্ঘ ২০ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া কাজীপাড়া এলাকায় র্যাব-৭ সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার জামাল ওই এলাকার মৃত সৈয়দ করিমের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল বশর, বাদশাহ ও কাশেম এ তিন সহোদরের সঙ্গে গ্রেপ্তার আসামি জামালের দীর্ঘদিন যাবৎ জায়গাজমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে ২০০৩ সালের ২৬ মে জামাল ও তার সহযোগীরা  এলোপাতাড়ি গুলি ও দা-কিরিচ দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। 

ঘটনার পরপর জামাল ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাবের সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মো. নুরুল আবছার বলেন, নিহতদের ভাই মজ্জল মাস্টার বাদী হয়ে এ ঘটনায় মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

পরে মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হলে আদালত জামালকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে জামাল আত্মগোপন করে।

বিষয়টি র্যাব-৭ চট্টগ্রাম অবগত হলে জামালকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

টিএইচ