বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে আহম্মদ নামে চৌদ্দমাস এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে গুরামিয়া হাফেজের বাড়িতে ঘটনাটি ঘটে। 

নিহত আহম্মদ ওই বাড়ির দুবাই প্রবাসী মোহাম্মদ আক্কাসের দ্বিতীয় সন্তান। তার পাঁচ বছর বয়সি আরেকটি ছেলে সন্তান রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে তার মা তাকে বসতঘরে রেখে ঘরের গোসলখানায় গোসল করতে যায়। 

এদিকে শিশুটি ঘর থেকে সবার অজান্তে বসতবাড়ির পার্শ্বস্থ একটি ছোট পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মা তাকে পুকুর ঘাটের পাশে ভেসে থাকতে দেখতে পায়। 

সেখান থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

টিএইচ