বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

হাটহাজারীতে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর আত্মহত্যা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারীতে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রামের হাটহাজারীতে শাহীন আকতার (৪০) নামে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ আত্মহত্যা করেছে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৭নং ওয়াডের চারিয়া সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাতে জানিয়ে স্থানীয় ইউপি সদস্য জসিম বলেন, মহিলাটি মানসিক ভারসাম্যহীন ছিলো। 

সে ওই এলাকার সৈয়দুল হকের পুত্র মুফতি মো. এমদাদুল্লাহর স্ত্রী। নিহত শাহীন আকতার চিকিৎসাধীন অবস্থায় ছিলো বলেও জানা গেছে। নিহতের স্বামী এমদাদুল্লাহ জানান, সকালে আমি ও আমার ছেলে নাস্তা খেয়ে মাদ্রাসায় চলে যায়, দুপুরে তার আত্মহত্যার খবর পেয়ে দ্রুত বাসায় উপস্থিত হয়ে দেখি তাকে মৃত অবস্থায়। 

তার আগে আমার মেঝ ভাইয়ের স্ত্রী রাবিয়া খাতুন আমার বসতঘরের পাশের ঘর থেকে দেখতে পান আমার স্ত্রী ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আছে। ফাঁসিতে যাওয়ার আগে বাউন্ডারির গেট লক লাগিয়ে এবং বাসার কাজের মেয়েকে বাথরুমে আটকিয়ে দেয়। 

যার কারণে আমার ভাইয়ের স্ত্রী রাবিয়া বেগম কোনভাবে গেট খুলতে না পেরে বাসার ছাঁদের ওপর দিয়ে বিকল্প পথে আমার বাসায় ঢুকে কাজের মেয়ে রুবিনার সহযোগিতায় দড়ি কেটে আমার স্ত্রীর লাশটি নিচে নামান। 

এবিষয় মডেল থানার এসআই হাসান জানান, তার আত্মহত্যার বিষয়ে কারো কোন সন্দেহ নাই। বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

টিএইচ