বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

হাটহাজারীতে সরকারি জমি উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারীতে সরকারি জমি উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করে ৩২ শতক জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। যার মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা।

 রোববার (১৭ নভেম্বর) উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকায় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ সম্পত্তি উদ্ধার করা হয়। 

এসময় ইউএনও বলেন, অবৈধভাবে সরকারি জমি ভরাট করে নির্মিত দোকানের কার্যক্রম উচ্ছেদ করে সরকারি ৩২ শতক জায়গা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 

অভিযানে সহযোগিতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

টিএইচ