বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

হাতির আক্রমণে ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

হাতির আক্রমণে ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জে হাতির আক্রমণে মো. মাসুদুর রহমান মাসুদ নামে এক ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এর আগে গত সোমবার সন্ধায় জেলা শহরের নগুয়া এলাকায় হাতির আক্রমণের শিকার হন তিনি।

নিহত মো. মাসুদুর রহমান মাসুদ নগুয়া বাসস্ট্যান্ড এলাকার এআর ফার্মেসির স্বত্বাধিকারী ও  ইবনে সিনা কোম্পানির সাবেক এরিয়া ম্যানেজার ছিলেন। এদিকে নিহতের মরদেহ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিশোরগঞ্জ জেলা শহরের নিজ বাড়ির পথে রওনা দিয়েছে বলে জানিয়েছে তার স্বজনরা।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, হাতির আক্রমণে আহত একজনের মৃত্যু হয়েছে। হাতির মাহুত রিয়াজুলকে আমরা আটক করেছি। তার বাড়ি গোপালগঞ্জ। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ