বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘হাতিয়ার ভূমিদস্যুদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা জরুরি’

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

‘হাতিয়ার ভূমিদস্যুদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা জরুরি’

জামায়াত ইসলামের উপজেলা শাখার আমিরের সঙ্গে গত শুক্রবার রাতে হাতিয়ার সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় আমির মাস্টার বোরহানুল ইসলাম বলেন, হাতিয়ার জলদস্যু, বনদস্যু, ভূমিদস্যুদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা জরুরি। 

উপজেলা শহরকেন্দ্রিক জামায়াতে ইসলামের কার্যালয়ে আমির মাস্টার বোরহানুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা জামায়াত সেক্রেটারি নুরউদ্দিন মেশকাত, প্রচার সম্পাদক ওসমান গনি রুবেল প্রমুখ। 

বক্তারা পতিত সরকারের জঘন্যতম নানান অপরাধের কথা তুলে ধরে বলেন, এ পর্যন্ত জামায়াত শিবিরের বহু নেতাকর্মীকে শহীদ করা হয়েছে। তারা বলেন, নোয়াখালীর এ হাতিয়া উপজেলায় দীর্ঘ ১৭ বছর পর আমরা সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি বসে কথা বলতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। 

বিগত সরকার কিভাবে তাদের খারাপ প্রচার করে মানুষের মধ্যে যে ভুল ধারণা সৃষ্টি করেছে তা নিয়ে আলোচনা করেন বক্তারা। এসময় হাতিয়া উপজেলা জামায়াতের শুরা সদস্য ও দারুলউলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. ইদ্রিসসহ হাতিয়ায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ