সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী নৌবাহিনীর হেফাজতে 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী নৌবাহিনীর হেফাজতে 

নোয়াখালীর হাতিয়ার সাবেক এমপি ও আ.লীগের সভাপতি মোহাম্মদ আলীকে নৌবাহিনী হেফাজতে নিয়েছে। রোববার (১১ আগস্ট) নিরাপত্তার কথা বিবেচনায় রাতে এমপির নিজ বাসভবন থেকে নৌবাহিনীর সদস্যরা গাড়িতে তুলে নৌবাহিনীর হেফাজতে নিয়ে যায়। 

এসময় দলীয় নেতাকর্মীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন, জানা যায় সাবেক এমপির হূদরোগজনিত সমস্যা থাকায় তার স্ত্রী সাবেক এমপি আয়েশা ফেরদাউস সঙ্গে রয়েছেন বলে জানা যায়। এদিকে হাতিয়ার মানুষের নিরাপত্তা জীবনযাত্রা স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা নৌবাহিনী তৎপর রয়েছেন। 

এর পূর্বে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাতিয়ার কৃতি সন্তান মো. আব্দুল হান্নান মাসুদ সাবেক এই এমপির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে তুলে ধরে আটকের দাবি জানান। এছাড়াও উপজেলা বিএনপিসহ সাধারণ মানুষ তাকে আটকের দাবিতে বিক্ষোভ করেন।

টিএইচ