সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

হাতিয়ায় দুই ইয়াবা ব্যবসায়ী আটক 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 

হাতিয়ায় দুই ইয়াবা ব্যবসায়ী আটক 

উপজেলার চরঈশ্বর ইউনিয়নের পূর্ব লক্ষীদিয়া গ্রাম থেকে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

থানা সূত্রে জানা যায় হাতিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত সোমবার রাতে ডিউটিকালীন সময়ে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) মো. মহসিন সঙ্গীয় ফোর্সসহ, হাতিয়া থানাধীন ০৫নং চরঈশ্বর ইউপিস্থ ৯নং ওয়ার্ডের পূর্ব লক্ষীদিয়া দরবেশ বাড়ির সামনে থেকে, মো. ইউসুফ ও মো. জাহিদুল ইসলামকে আটক করা হয়, আটক দুই মাদক ব্যবসায়ী চরঈশ্বর ইউনিয়নের পূর্ব লক্ষীদিয়া গ্রামের বাসিন্দা।

আটকের পর জিজ্ঞাসাবাদ করিলে, আটক আসামির বাড়িতে আরো ইয়াবা আছে বলে জানা যায়। রাতে হাতিয়া থানার ওসি মোহাম্মদ জিসান আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মো. ইউসুফের বাড়িতে ফের তল্লাশি চালিয়ে ৩০০ ইয়াবা জব্দ করা হয়। 

মঙ্গলবার (৭ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকে গ্রেপ্তার দেখিয়ে থানায় মামলা রুজু করা হয়। 

টিএইচ