সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

হাতিয়া ইয়াবাসহ ব্যবসায়ী আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া ইয়াবাসহ ব্যবসায়ী আটক

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের তমরুদ্দি বাজার এলাকায় বুধবার (৭ জুন) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে ৬৯৪ পিস ইয়াবাসহ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন হাতিয়া স্টেশান কমান্ডার এম রফিকুল ইসলাম (সিপিও) ও তার চৌকস ইউনিট।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই স্থানে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হই।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ইয়াসিন (৬৩) উপজেলা হাতিয়ার পৌরসভার ৩নং ওয়ার্ডের লক্ষিদিয়া গ্রামের বাসিন্দা মো. জিয়াউল হকের ছেলে। দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন হাতিয়া স্টেশান কমান্ডার এম রফিকুল ইসলাম (সিপিও) জানান, পরবর্তীতে জব্দকৃত ইয়াবাসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

টিএইচ