রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

হিলির শূন্যরেখায় দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা

দিনাজপুর প্রতিনিধি 

হিলির শূন্যরেখায় দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা

হিলির শূন্যরেখায় দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলায় অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানান দুই বাংলার ভাষাপ্রেমীরা।

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনাজপুরের হিলি সীমান্তে হয়ে গেলো দুই বাংলার ভাষাপ্রেমীদের সমপ্রীতির মিলনমেলা।

গত মঙ্গলবার সীমান্তের শূন্য আঙিনায় (মুক্তিযোদ্ধা স্কয়ার) অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা ও সাপ্তাহিক আলোকিত সীমান্ত এবং ভারতের বালুরঘাট উজ্জীবন সোসাইটি ও বালুরঘাট-মেঘালয় করিডোর কমিটি, রেইনবো সোসাইটি এই ভাষা দিবসের আয়োজন করে।

পরে দুদেশের শিল্পীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কবিতা, নৃত্য ও গান পরিবেশন করেন।

টিএইচ