শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

হুইল চেয়ারে বসে পরীক্ষা দিচ্ছেন কাউনিয়ার মাহমুদুর 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

হুইল চেয়ারে বসে পরীক্ষা দিচ্ছেন কাউনিয়ার মাহমুদুর 

কাউনিয়ায় শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে হুইলচেয়ারে চড়ে কেন্দ্রে গিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মাহমুদুর রহমান। সে উপজেলার খোপাতী  উচ্চ বিদ্যালয় থেকে এবছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

মাহমুদুর রহমান উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে।

মাহমুদূর রহমান জানান, আমি সবার দোয়া ও  ভালোবাসায় সুস্থ্য অবস্থায় সব বিষয়ের পরীক্ষা দিতে পারছি আশা করি ভালো ফলাফল করবো এবং আমার স্বপ্ন একটি ভালো কলেজের ভর্তি হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠিত হয়ে পরিবারের অভাব দূর করবো।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা তার জন্য অনেক আন্তরিক। সাধ্যমত প্রতিষ্ঠান সাহযোগিতা করছে। পড়াশোনার প্রতি প্রবল আগ্রহের ব্যাপারে জানতে চাইলে অদম্য মাহমুদুর জানান, সবার ভালোবাসা আর সহযোগিতা পেলে অনেক বড় হতে চায় সে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে  শিক্ষক  হতে চান।

পরিবার জানায় জন্মের পর থেকে পায়ের শক্তি কমে যায়। পা চিকন হয়ে যায় এবং হাঁটাচলার শক্তি হারিয়ে ফেলে। বড় হবার সাথে সাথে তার পা দুটি একেবারেই অকেজো হয়ে পড়ে। এখন সে আর হাঁটা চলা করতে পারে না। পরে এক ব্যক্তি তাকে একটি হুইলচেয়ার প্রদান করেন। এখন তার জীবনের সবকিছু হুইল চেয়ারেই সীমাবদ্ব। 

খোপাতী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই জানান, মাহমুদুর প্রতিবন্ধকতাকে জয় করে এসএসসি পাশ করে কলেজে ভর্তির স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। 
কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতো দাস মাহমুদ রহমানকে শিক্ষা ক্ষেত্রে পৃষ্টপোষকতার আশ্বাস দিয়েছেন

টিএইচ