সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

‘হেলমেট ছাড়া মোটরসাইকেলকে জ্বালানি দেয়া হবে না’

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

‘হেলমেট ছাড়া মোটরসাইকেলকে জ্বালানি দেয়া হবে না’

চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে ও চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কসহ রাউজানের বিভিন্ন সড়কে চলাচলকারী মোটরসাইকেলকে চালক ও আরোহী হেলমেট ছাড়া পেট্রোল পাম্প ও তৈল বিক্রয়কারী দোকান থেকে জ্বালানি তৈল না দেয়ার সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে রাউজান উপজেলা আইন শৃংখলা কমিটির সভায়। 

রাউজান উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুর্ঘটনা প্রতিরোধে এই নির্দেশনা প্রদান করেন।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সড়কে শৃঙ্খলা ফিরে আনতে রাউজান হাইওয়ে থানার ওসি, রাউজান থানার ওসিকে সড়কে উল্টোপথে চলাচলকারী যানবাহন ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কাজ করার নির্দেশ দেন এমপি। আগামী ঈদুল আজহার সময়ে রাউজানে কোন সড়কের উপর কোরবানি পশুর হাট বসানো যাবে না। রাতে এলাকায় অপরিচিত লোকজন চলাচল করতে পারবে না । 

সোমবার (২০ মে) উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় বিভিন্ন বিষয় নিয়ে আরো বক্তব্য রাখেন, রাউজান উপজেলা আ.লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরমেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্দ, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলামসহ রাউজান উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা।

টিএইচ