বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

হেলমেট ছাড়া মৌলভীবাজারে মিলবে না পেট্রোল

মৌলভীবাজার প্রতিনিধি

হেলমেট ছাড়া মৌলভীবাজারে মিলবে না পেট্রোল

মৌলভীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

মঙ্গলবার (২৫ জুন) মৌলভীবাজার শহরে হেলমেট ও কাগজবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিততে ভ্রাম্যমাণ আদালতে মামলা দেয়া হয়। 

একইসঙ্গে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেয়ার জন্য বিভিন্ন পেট্রোল পাম্পকে নির্দেশ দেয়া হয়, এবং নির্দেশ সংবলিত স্টিকার বিভিন্ন পেট্রোল পাম্পে লাগানো হয় পাশাপাশি পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেয়া হয়। 

বিআরটিএ মৌলভীবাজারের পরিচালক হাবিবুর রহমান বলেন, সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। হেলমেট ছাড়া জ্বালানি দেয়া হবে না। পাশাপাশি মোটরসাইকেলে চালকসহ দুজনের বেশি বহন করা যাবে না। 

আমাদের এ অভিযান চলমান থাকবে। এসময় বিআরটির অন্য কর্মকর্তারা এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টিএইচ