বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

হোসেনপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত  

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

হোসেনপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত  

কিশোরগঞ্জের হোসেনপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মো. সুমন মিয়া নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা করেছে স্থানীয় কিশোর গ্যাঙের সদস্যরা। গুরতর আহত ওই যুবক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত সুমনের মা মোছা. রুনা আক্তার হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে জরুরি প্রতিকার দাবি করেছেন। 

অভিযোগপত্র ও অন্য সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের চিহ্নিত একটি কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য স্থানীয় উত্তর গোবিন্দপুর মহিলা মাদরাসার ছাত্রীদের মাদ্রাসায় যাওয়া আসার পথে উত্যক্ত করে। 

এরই ধারাবাহিকতায় গত ৬ ফেব্রুয়ারি ফের তারা রাস্তায় ছাত্রীদের ইভটিজিং শুরু করলে সুমন মিয়া প্রতিবাদ জানায়। এ সময় ওই  কিশোর গ্যাংয়ের সদস্য মো. ছানা উল্লাহ, মো. রামিম মিয়াসহ কয়েকজন সুমনকে গালিগালাজ ও হুমকি প্রদান করে চলে যায়।

কিন্তু সুমন পরদিন সকালে সাইকেলে নিয়ে স্থানীয় বাজারে যাওয়ার পথে তাকে একা পেয়ে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা তার পেটে উপর্যপুরি ছুরিকাঘাত করে গুরুত্বর জখম করে। 

পরে স্থানীয়রা সুমনকে উদ্ধার করে তাকে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উদ্বিগ্ন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি মো. নাহিদ হাসান সুমন জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযত আইনানুগ ব্যবস্থা গ্রহণে সচেষ্ট রয়েছে পুলিশ।

টিএইচ