সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

হোসেনপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিশেষ পরীক্ষা নিলেন ইউএনও

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

হোসেনপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিশেষ পরীক্ষা নিলেন ইউএনও

কিশোরগঞ্জের হোসেনপুরে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের অবকাশকালীন মূল্যায়ন পরীক্ষা নামে ব্যতিক্রমী এক পরীক্ষার আয়োজন করলেন ইউএনও অনিন্দ্য মন্ডল। আর ব্যতিক্রমী এ পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন স্বয়ং উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা। শনিবার (২০ এপ্রিল) উপজেলার হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

জানা যায়, বাংলাদেশের সংবিধান ও সমসাময়িক বিষয়ের উপর  ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত পরীক্ষায় ১৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১২১ জন মেয়ে শিক্ষার্থী ও ৪৩ জন ছেলে শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

পরীক্ষা পরিদর্শন করেন হোসেনপুর ইউএনও অনিন্দ্য মন্ডল, হোসনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, কৃষি অফিসার একেএম শাহজাহান কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসতিয়াক হোসেন, সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার রনক জাহান,  হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা প্রমুখ।  

পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ইফতেখার নেওয়াজ জানান, এসএসসি পরীক্ষার পর এ পরীক্ষাটি  আমাদের জন্য খুবই গুরত্বপূর্ণ। আমরা সংবিধান ও বহির্বিশ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি। এ পরীক্ষা ভবিষ্যতে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
 
হোসেনপুর ইউএনও জানান, ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীরা যেন মাদক ও কিশোর গ্যাং থেকে নিজেকে মুক্ত রাখে, সে লক্ষ্যে মার্চ মাসের ২০ তারিখ তাদের একটি করে বাংলাদেশের সংবিধান ও কারেন্ট অ্যাফেয়ার্স প্রদান কর হয়। 

এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য নিজকে তৈরি করে নিতে পারে সে লক্ষে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে অবকাশকালীন এ মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়। প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৩০ জনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে।

টিএইচ