বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

হোসেনপুরে হত্যামামলার দুই আসামি গ্রেপ্তার

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

হোসেনপুরে হত্যামামলার দুই আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদুল ফিতরের জামাতকে  কেন্দ্র করে সংঘর্ষে নিহত নজরুল ইসলাম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন, উপজেলার উপজেলার বীরকাটিহারী গ্রামের মরহুম কেরামত আলীর ছেলে তাইজ উদ্দিন (তাজু) ও একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে হূদয় মিয়া। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। 

এর আগে গত শনিবার তাদেরকে মামলার তদন্তকারী কর্মকর্তা হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটুর নেতৃত্বে অভিযান পরিচালনা করে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
   
ওসি আসাদুজ্জামান টিটু জানান, লাগাতার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই অন্য আসামিদেরও গ্রেপ্তার করা হবে। 

টিএইচ