বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
উন্নয়নের ছোঁয়ায় সিংগাইর পৌরসভা

‘হয়রানি নেই সেবায় সজ্জিত পৌরবাসী’

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

‘হয়রানি নেই সেবায় সজ্জিত পৌরবাসী’

আড়াই বছরেই ব্যাপক উন্নয়ন মানিকগঞ্জ সিংগাইর পৌরসভার। ২০০১ সাল থেকে এ পৌরসভার যাত্রা শুরু। বর্তমানে এটি দ্বিতীয় শ্রেণির পৌরসভা। এ পৌরসভায় পূর্বে দৃশ্যমান উন্নয়ন চোখে না পড়লেও আ.লীগ মনোনিত আবু নাঈম মো. বাশার নির্বাচিত হয়ে পৌরসভার বিভিন্ন পরিবর্তন চোখে পরে। 

এমনকি পৌরবাসীর ভাগ্য উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেন তিনি। তারই ধারাবাহিকতায় এ পৌরসভার উন্নয়নমূলক কাজ চলছে দ্রুতগতিতে। দৃশ্যমান হয়েছে বেশ কিছু প্রকল্প। এর মধ্যে সিংগাইর সরকারি কলেজ থেকে পুরাতন সিনেমা হল রোড সংলগ্ন আরসিসি রাস্তা, সিংগাইর বাজারের পূর্ব পাশে আরসিসি রাস্তা, আঙ্গারিয়া মহল্লায় আরসিসি রাস্তা, পৌরসভা পশুর হাট বালি ভরাট, কাঁচা বাজার সংস্কার, ড্রেনেজ নির্মাণ, নিয়মিত মশা নিধন কার্যক্রম, পানির পাম্প স্থাপন করে সুপেয় পানি নিশ্চিত। এছাড়াও সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয় মোড় হয়ে সিনেমা হল রোড ও সিংগাইর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তা সংস্কারের টেন্ডার, গোলড়া রাস্তার ব্রিজ ও রাস্তার কাজ চলমান রয়েছে। জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদ ও বিচারিক কার্যক্রম নিশ্চিত করেছেন।

কাজ চলমান পরিস্থিতিতে দেখা যায় মেয়র নিজেই লেবার ও ঠিকাদারদের সাথে থেকে কাজ পরিদর্শন করেন। হয়রানিমুক্ত সকল ধরণের অফিয়াল কার্যক্রম করে আরো একধাপ এগিয়ে পৌরসভাটি।

পৌরবাসী ইন্তাজ উদ্দিন বলেন, আমরা যে সহজে আমাদের মেয়র আবু নাঈম মো. বাসারকে হাতের নাগালে পাই তা পূর্বে কোনোদিন অন্য মেয়রকে পাইনি। মেয়রের কাছে গেলে যে কোনো সমস্যার সমাধান করতে পারি। নির্বাচনের আগে সাধারণ জনগণকে যেসব কথা মেয়র দিয়েছিলেন তা ইতোমধ্যে সব কাজ করতেও সফল হয়েছেন। কাউন্সিলরা বলেন, যত কাজ পৌরসভার উন্নয়নের জন্য আসে সব কাজ আমরা সবাই মিলে পরিপূর্ণ ভাবে করে থাকি।

মেয়র আবু নাঈম মো. বাসার বলেন, ভালো কাজের পিছনে তো কুচক্ররা কাজ করবেই। তবে আমাকে এইসব কুচক্র পিছনে ফেলতে পারবে না। জনগণ আমাকে ভালোবাসে আমিও আমার পৌরবাসীকে কাজ বুজিয়ে দিচ্ছি। ড্রেন ও রাস্তার কাজ ইতিমধ্যে চলমান তবে ড্রেন করতে অনেক বাধা এসেছে আমি সে বাধাকে উপেক্ষা করেই কাজ করছি। কারণ জনগণকে ঠকাতে পারবো না। 

টিএইচ