শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

৩ সপ্তাহ পায়নি মজুরি বিপাকে চা শ্রমিকরা

সিলেট ব্যুরো

৩ সপ্তাহ পায়নি মজুরি বিপাকে চা শ্রমিকরা

গত ৩ সপ্তাহ থেকে মজুরি, রেশন না পাওয়ায় বিপাকে পড়েছেন গুলনী চা বাগানের শ্রমিকরা। এরমধ্যে নেই চিকিৎসা সেবা ও বাসস্থানের নিশ্চয়তা। এমন পরিস্থিতিতে কষ্টে দিন যাপন করছেন চা বাগানের শ্রমিকরা। 

এদিকে বেতন বন্ধ হলেও বন্ধ নেই কাজ। এভাবেই চলছে সিলেটে গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নের গুলনী চা বাগানের শ্রমিকদের।

জানা গেছে, এই চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা তিন সপ্তাহ ধরে মানবেতর জীবনযাপন করলেও এর প্রতিকারে নেই কোন কার্যকর উদ্যোগ। এতে দিশেহারা হয়ে গেছেন তারা।

বাগানের শ্রমিকদের সঙ্গে কথা হলে তারা বলেন, চা শ্রমিকরা এমনিতেই অসহায়। সারাদিন খাটুনির পর সামান্য যে পরিমাণ টাকা-পয়সা পাওয়া যায়, তা দিয়ে কোনোমতে তাদের সংসার চলে। কিন্তু বেশ কিছুদিন ধরে তাদের বেতন ও বোনাসসহ যাবতীয় সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে বাগান কর্তৃপক্ষ। 

তারা বলেন, ক্ষুধা মিটাতে একবেলা ভাত খেলে আরেক বেলা আলু সিদ্ধ কিংবা কচু সিদ্ধ করে খেতে হচ্ছে। যেসব পরিবারে সদস্য বেশি, কিছু উপার্জনের মানুষ কম, তাদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ।

এ বিষয়ে জানতে চাইলে গুলনী চা বাগানের ব্যবস্থাপক শাহাবুল্লাহ সরকার নয়ন বলেন, চায়ের উৎপাদন খরচ বেশি হলেও নিলামে কম মূল্যে বিক্রি করতে হচ্ছে। এতে মালিক পক্ষ লোকসানে রয়েছে আর ভর্তুকি দিয়ে কত চালানো যায়। চা শ্রমিকদের বেতনভাতা পরিশোধের জন্য মালিকপক্ষ ব্যাংক লোন গ্রহণের চেষ্টা করছেন বলে জানান তিনি।

চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সাধারণ সম্পাদক দেবু বাউরী জানিয়েছেন, শ্রমিকদের বেতনভাতা পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলাপ হয়েছে, বেতন পরিশোধের চেষ্টা চলছে।

টিএইচ