৪১তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের আশরাফুল হক। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হওয়ায় তার গ্রাম এবং এলাকার সাধারণ মানুষ খুবই উচ্ছ্বসিত।
গ্রামের অনেকেই আশরাফুল হক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, নিরহংকার এই ছেলেটি জীবনে বড় কিছু করতে পারবে আমাদের সকলেরই সে বিশ্বাস ছিল।
মুঠোফোনে আশরাফুল জানান, আমি একজন মধ্যবিত্ত কৃষক পরিবারের ছেলে। আমার বাবার স্বপ্ন ছিল মানুষের মতো মানুষ হয়ে যেন পরিবার ও এলাকার মুখ উজ্জ্বল করতে পারি। আমার বাবাকে বলতে শুনেছি ‘আমি সারা জীবন কৃষকই থেকে যাব তাতে আমার দুঃখ নেই। এই কৃষি কাজের উপর দিয়ে যেন আমার ছেলে-মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি। তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।
তিনি আরো বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি। এরপর চাকুরীর জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে থাকি। কর্মজীবনে উপ-সহকারী পরিচালক (দুদক), বর্তমানে দর্শনা সরকারি কলেজে (রাষ্ট্রবিজ্ঞান) প্রভাষক হিসেবে কর্মরত আছি।
সমপ্রতি ৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আমার পরিবার, জেলার মানুষ ও দেশের জন্য ভালো কিছু করতে পারি।
টিএইচ