বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

৪১তম বিসিএস সুপারিশপ্রাপ্ত চুয়াডাঙ্গার নবীন কর্মকর্তাদের সংবর্ধনা 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

৪১তম বিসিএস সুপারিশপ্রাপ্ত চুয়াডাঙ্গার নবীন কর্মকর্তাদের সংবর্ধনা 

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে ৪১তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চুয়াডাঙ্গা জেলার নবীন কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার (২৬ আগস্ট) চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, দেশপ্রেম নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে সকলকে একযোগে কাজ করতে হবে। দেশ সেরাদের একেকজন হয়ে কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেয়া নতুন কর্মকর্তারা আগামীতে চুয়াডাঙ্গা জেলাকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। 

সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো. ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা, সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক, ডিএসবি, চুয়াডাঙ্গাসহ ৪১তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ১৫জন নবীন কর্মকর্তা।

টিএইচ