দীর্ঘ ৭২ ঘণ্টা পর চালু হয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরি চলাচল। বুধবার (১৩ মার্চ) ভোর ৬টা থেকে ফেরি দিয়ে কর্ণফুলী নদীতে যানবাহন পারাপার শুরু হয়েছে।
এর আগে গত ৯ মার্চ মধ্যরাতে কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের জন্য আনা ক্রেন নদীতে পড়ে গেলে বন্ধ হয়ে যায় চন্দ্রঘোনা ফেরি চলাচল। পরে গত সোমবার রাতে চট্টগ্রাম থেকে আনা একটি বাজ ক্রেনের মাধ্যমে ডুবে যাওয়া ক্রেনটি উদ্ধার করে রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, বুধবার (১৩ মার্চ) সকাল ৬ টা হতে সচল হয়েছে চন্দ্রঘোনা ফেরি চলাচল।
তিনি আরো জানান, কর্ণফুলি নদীর ফেরি চলাচলের পথে ড্রেজিংয়ের জন্য গত রোববার ভোর ৬টা হতে বুধবার ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচলের বন্ধ ঘোষণা করেছিল রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু নদীতে ড্রেজিংয়ের জন্য আনা একটি ক্রেন গত ৯ মার্চ মধ্যরাতে কর্ণফুলি নদীতে ডুবে যাই।
যার ফলে কর্ণফুলী নদীতে ড্রেজিং করা সম্ভব হয় নাই। এবং চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে গত মঙ্গলবার এই ক্রেনটি উদ্ধারের জন্য চট্টগ্রাম হতে একটি বার্জ ক্রেন আনা হয়েছে এবং গত মঙ্গরবার রাতে ক্রেনটি উদ্ধার কাজ শেষ করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এদিকে বুধবার (১৩ মার্চ) চন্দ্রঘোনায় ফেরি চলাচল শুরুর পর থেকে এলাকায় গিয়ে দেখা যায়, নদীর দুপারে অসংখ্য গাড়ি অপেক্ষা করছে ফেরিতে উঠার জন্য। এসময় ফেরিতে চলাচলকারী চালক এবং যাত্রীরা ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এবং অনেকে এই কর্ণফুলী নদীতে একটি সেতুর জন্য দাবি জানান।
প্রসঙ্গত: এই চন্দ্রঘোনা ফেরিঘাট ব্যবহার করে রাঙামাটি-খাগড়াছড়ি জেলা হতে যাত্রী এবং পণ্য বান্দরবান জেলা এবং রাজস্থলী উপজেলায় আনা নেয়া হয়। এছাড়া চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার অনেক জনগণ এই ফেরি ব্যবহার করে থাকেন।
টিএইচ