শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

অটিস্টিক ব্যক্তিদের সহানুভূতির দৃষ্টিতে দেখা প্রতিটি মানুষের কর্তব্য: ডিসি

দিনাজপুর প্রতিনিধি

অটিস্টিক ব্যক্তিদের সহানুভূতির দৃষ্টিতে দেখা প্রতিটি মানুষের কর্তব্য: ডিসি

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, দিনাজপুরের আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সহযোগিতায় মঙ্গলবার (২ এপ্রিল) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল হক প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুহতাত আবিদ। 

স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী অফিসার মো. মেহেদী হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডিএর রিসোর্স পারসন অনামিকা পান্ডে, ক্ষেত্রীপাড়া প্রতিবন্ধী ও অটিস্ট্রিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল শাহ নেওয়াজ, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইয়াকুব আলী, বালুবাড়ী প্রতিবন্ধী পুর্নবাসন স্কুলের সাধারণ সম্পাদক বিলকিস আরা ফয়েজ। 

টিএইচ