বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

অটোরিক্সা স্ট্যান্ড উচ্ছেদ করে হাটসেড নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি 

অটোরিক্সা স্ট্যান্ড উচ্ছেদ করে হাটসেড নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

রাজশাহীর বাগমারায় ঐতিহ্যবাহী মচমইল হাটের ধানহাটা ও অটোরিক্সা স্ট্যান্ড উচ্ছেদ করে দিয়ে হাটসেড নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। ধানহাটা ও অটোরিক্সা স্ট্যান্ডে হাটসেড নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

এদিকে সরকারি ওই জায়গা এলাকার একটি চক্র দখল নিয়ে স্থায়ীভাবে দখলের পাঁয়তারায় সুযোগ খুঁজছে বলে দাবি করেছে। হাটসেড নির্মাণে হাটের সুবিধার কথা জানিয়েছেন। তারা অটোরিক্সাচালকদের লাইসেন্স কিংবা বৈধ কাগজ না থাকায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের দাবি করেছেন।

জানা গেছে, শুক্রবার (৫ জুলাই) উপজেলার মচমইল হাটবারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন স্থানীয় অটোরিক্সাচালক, ব্যবসায়ী ও এলাকার সচেতন মহলের ব্যানারে। 

বাসস্ট্যান্ড সংলগ্ন মেইন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধনে অটোরিক্সা চালকের লোকজন অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, মচমইল বাজার অটোরিক্সা চালক সমিতির সভাপতি আলাউদ্দিন সরদার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ, ব্যবসায়ী শাহিন আলম ও মিঠু প্রমুখ। 

এ ব্যাপারে ইউএনও মাহবুবুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি আবেদন পাওয়া গেছে। উপজেলা প্রকৌশলীসহ স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

টিএইচ