বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
ফেনীতে জেনারেল হাসপাতাল

অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা

ফেনী প্রতিনিধি

অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা

ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে গত এক মাস ধরে জ্বর, সর্দি, কাশিসহ বিভিন্ন ফ্লুজনিত রোগীর অস্বাভাবিক চাপ দেখা দিয়েছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। 

এরফলে বহির্বিভাগে কোনো কোনো ডাক্তারকে ৪ ঘণ্টায় দেড় শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র প্রদান ও রোগীর দীর্ঘ সারি থাকায় দেড় থেকে ২ মিনিটের মধ্যে তড়িঘড়ি ব্যবস্থাপত্র লিখে দিতে হচ্ছে। 

বিষয়টিকে অস্বস্তিকর মনে করছেন ডাক্তার ও রোগীর স্বজনরা। এ অবস্থায় জেলার সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে দ্রুত বহির্বিভাগের ডাক্তারের পদায়ন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনী জেনারেল হাসপাতালে সপ্তাহের ছয় দিন ১০ জন মেডিকেল অফিসার ও ১১ জন কনসালট্যান্ট নিয়মিত রোগীর ব্যবস্থাপত্র দেন। এর মধ্যে কনসালট্যান্ট পর্যায়ের ডাক্তাররা অপারেশনসহ অন্য কাজে জড়িত থাকায় প্রতিদিন পাঁচ-সাতজনের বেশি চিকিৎসক বহিবির্ভাগের রোগী দেখার সুযোগ পান না।

সরেজমিনে গিয়ে জানা যায়, সকাল ৯টা থেকে বহিবির্ভাগের রোগীদের নিবন্ধন নেয়া হয়। নিবন্ধন কক্ষ থেকে নির্ধারিত কক্ষের সামনে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পর ডাক্তারের সাক্ষাৎ পান তারা।

এরপরও অপেক্ষমাণ রোগীদের সারি দীর্ঘ হওয়ায় ডাক্তাররা রোগ সম্পর্কে বিস্তারিত শোনার সুযোগ পাচ্ছেন না। তারপরও ব্যবস্থাপত্রে  তারা লিখে দিচ্ছে নানা ওষুধের নাম। 
এর ফলে ডাক্তারকে রোগের বিষয়ে বিস্তারিত অবহিত করার সুযোগ বঞ্চিত হয়ে রোগী ও স্বজনের মাঝে ক্ষোভ দেখা গেছে। তারা তড়িঘড়ি ব্যবস্থাপত্র লেখার মাঝে ভুল চিকিৎসার আশঙ্কা করছেন। চিকিৎসা নিতে আসা এসব ব্যক্তিদের বেশির ভাগই জ্বর-সর্দি ও এলার্জিসহ বিভিন্ন রোগে আক্রান্ত বলে জানা গেছে।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সপ্তাহে হাসপাতালের বহির্বিভাগের ১০২ ও ১০৩ নং কক্ষে রোগীর অতিরিক্ত চাপ ছিল। শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দুটি কক্ষে ১৫০-১৬০ জনের অধিক রোগী দেখতে হয়েছে ডাক্তারদের। শুধু তাই নয়, সপ্তাহের শুরুর দিকে শিশুবিভাগে এক ডাক্তার একদিনে ২২০ জনকে ব্যবস্থাপত্র দিয়েছেন। 

এছাড়া গত সপ্তাহের প্রায় প্রতিদিনই এ হাসপাতালটির বহির্বিভাগে নয় শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র দেয়া হয়েছে। অতিরিক্ত রোগীর চাপে দায়িত্ব পালনকারী মেডিকেল অফিসারদের মাঝে অস্বস্তি ও ক্লান্তি দেখা দিয়েছে। একই সময়ে কনসালট্যান্টদের কক্ষেও রোগীর চাপ বেড়েছে।

হাসপাতালের আরএমও  ডা. আসিফ ইকবার বলেন, একজন ডাক্তার দায়িত্বকালীন সময়ে সর্বোচ্চ ৪০-৫০ জন রোগী দেখতে পারেন। এর চেয়ে বেশি রোগী দেখতে গেলে একদিকে ডাক্তারের ওপর চাপ পড়ে, অন্যদিকে রোগী ও স্বজনরাও অতৃপ্তিতে ভোগেন। তাছাড়া অতিরিক্ত রোগী দেখতে গিয়ে ভুল চিকিৎসারও আশঙ্কা দেখা দেয়।

তিনি জানান, আশপাশ জেলার সঙ্গে যাতায়াত ব্যবস্থা ভালো থাকার কারণে ফেনীর এ হাসপাতালটির বহির্বিভাগ ও ভেতরে সবসময় রোগীর অতিরিক্ত চাপ থাকে। তারমধ্যে গত এক থেকে দেড় মাস ভ্যাপসা গরমে শিশু ও বয়স্কদের নানা রোগ দেখা দেয়। অনেকেই একাধিকবার জ্বর-সর্দি, এলার্জিতে আক্রান্ত হচ্ছে। যার কারণে বহির্বিভাগে রোগীর অতিরিক্ত এ চাপ দেখা দিয়েছে।

টিএইচ