শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post

অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনিয়ে নিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি 

অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনিয়ে নিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কালুখালী থানা পুলিশ। শুক্রবার  (২৩ ফেব্রুয়ারি) কালুখালী থানায় সাংবাদিকদের উদ্দেশ্যে এক প্রেস রিলিজে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা।

জানাযায় গত ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা স্লুইচগেট বাজারে মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী পশ্চিম ধানবাড়ীয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে মো. শরিফ খাঁন (৩৯) এর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। 

এ ব্যপারে নিহত শরিফ খাঁনের স্ত্রী আছমা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কালুখালী থানায় মামলা করেন। পরে কালুখালী থানা পুলিশ তদন্ত শুরু করে ঘটনার সঙ্গে জড়িত রূপসা গ্রামের চাঁদ আলী শেখের ছেলে মো. তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে অনলাইন জুয়ায় হেরে যাওয়ায় বিকাশ এজেন্ট ব্যবসায়ী শরিফের নিকট থেকে টাকা হাতিয়ে নিতে হত্যা করেন বলে জানিয়েছেন।

এজন্য গত বুধবার রাতে ওয়াজ মাহফিল থেকে ডেকে এনে চাচাতো ভাইয়ের বাড়ি থেকে ধারালো দা চুরি করে নিয়ে এসে তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী শরিফের মাথায় একাধিক কোপ দিয়ে জখম করে হত্যা করে। পুলিশ হত্যার কাজে ব্যবহূত ধারালো দা উদ্ধার করেছে। 

আসামিকে আদালতে প্রেরণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কালুখালী থানা ওসি মো. আলমগীর হোসাইন। এ সময় অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টিএইচ