শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে ঝুঁকিপূর্ণ মরা গাছ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে ঝুঁকিপূর্ণ মরা গাছ

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেটের ১০-২০গজ দূরে দাঁড়িয়ে আছে মরা ঝুঁকিপূর্ণ বিশাল এক শিরিশ গাছ। যা মরণফাঁদে পরিনত হয়েছে। হাসপাতালের রোগী ও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। যেকোনো মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

 সামান্য ঝড় বৃষ্টি ও একটু বাতাসে গাছের বড় বড় ডাল এমনকি মরাগাছ ভেঙে পড়ে দুর্ঘটনার শংকা দেখা দিয়েছে। পার্শ্ববর্তী ব্যবসায়ীদের কাছ থেকে জানাযায় একটি ডাল ভেঙে পথচারীর উপর পড়ে আহত হয়। 

মরা ঝুঁকিপূর্ণ  গাছের পাশেই রয়েছে হাসপাতালের বিদ্যুৎ মেইন লাইন যা একটি ডাল ভেঙে পড়লেই বিদ্যুৎ লাইনের বড় রকমের ক্ষতির আশাংকা রয়েছে। তাছাড়া মরাগাছটির নিচ দিয়ে অভয়নগরের অতি গুরুত্বপূর্ণ সড়ক যা বিভিন্ন এলাকার একমাত্র এই সড়কের উপর নির্ভরশীল। 

এই পথদিয়ে হাজার হাজার গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি যাত্রীবাহী টেকার, ইজিবাইক, ভ্যান, মোটরবাইক প্রতিনিয়ত ২৪ ঘণ্টা চলাচল করে। পার্শ্ববর্তী ব্যবসায়ী এবং পথচারীদের দাবি এই মরা ঝুঁকিপুর্ণ বিশাল গাছটির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা যেন সুব্যবস্থা নেয়। তার জোর দাবি জানান।

টিএইচ