বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

অভয়নগরে অস্ত্র-মাদকসহ ৩ কারবারি আটক

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে অস্ত্র-মাদকসহ ৩ কারবারি আটক

যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমান দেশি অস্ত্র-মাদকদ্রব্য ও চেরাই মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বৌবাজার ও গুয়াখোলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন, উপজেলার বৌবাজার এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে রুহুল আমিন বিশ্বাস, একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে সেন্টু আহমেদ ও উপজেলার বুইকারা গ্রামের মৃত আলিফ আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ আব্দুর রশিদ বিশ্বাস। 

এ ব্যাপারে শুক্রবার (১৫ নভেম্বর) অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম বলেন, আটক তিনজনের কাছ থেকে ১৯টি দেশি অস্ত্র, ৩টি চাইনিজ কুড়াল, ৪১৮ ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা, ১০ লিটার দেশি মদ, একটি চোরাই মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। 

এ ব্যাপারে অভয়নগর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।

জানা গেছে, আটক মোহাম্মদ আব্দুর রশিদ বিশ্বাস যশোর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন। এছাড়া রুহুল আমিন বিশ্বাস ও সেন্টু আহমেদের নামে অভয়নগর থানায় হত্যা চেষ্টাসহ একাধিক মাদক মামলা রয়েছে। 

টিএইচ