যশোরের অভয়নগরে দুদিন ব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। অনলাইন বাজার নওয়াপাড়ার আয়োজনে শুক্রবার (২৭ ডিসেম্বর) উপজেলার নওয়াপাড়া মডেল স্কুল মাঠে এ উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়। মেলায় শতাধিক স্টলে নানা ধরনের খাবার আইটেম ও প্রয়োজনীয় পণ্যসামগ্রী সুলভমূল্যে পাওয়া যাচ্ছে।
অনলাইন বাজার গ্রুপের এডমিন আরিফা পারভিন এশার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম।
বিশেষ অতিথির বক্তব্য দেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, নওয়াপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাসসহ অন্যরা।
টিএইচ