রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

অভয়নগরে খাঁনজাহান আলী দিঘির মালিকানা বাতিলে মানববন্ধন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে খাঁনজাহান আলী দিঘির মালিকানা বাতিলে মানববন্ধন

যশোরের অভয়নগরে বাশুয়াড়ী পীর খাঁনজাহান আলী (রা.) এর দিঘির অবৈধ ব্যক্তি মালিকানা বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

সোমবার (২ সে‌প্টেম্বর) উপজেলার বাশুয়াড়ী গ্রামে বাশুয়াড়ী ছাত্র ও যুবসমাজের আয়োজনে দীঘির পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় এক হাজার সাধারণ মানুষ ও স্কুলের শিক্ষার্থীরা ভূমিদস্যু পান্না মোল্যা নামের ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

জানা যায়, দিঘিরপাড়ে চৈত্র মাসের পূর্ণিমায় তিন দিনের জন্য মেলা বসাতে দেয়ার অধিকার কালেক্টরেটরের অনুকূলে দেয়া আছে। খুলনা জেলার ফুলতলা থানাধীন দামোদরের বাসিন্দা সরোয়ার মোল্যা মালিকানা দাবি করে দিঘি দখলে রেখেছিলো। 

কিন্তু ৬২ সালের পর্চায় দিঘির পাড়ের অংশ ২৮৪৯ দাগে ৯.২৩ শতক যশোর কালেক্টরেটরের নামেই আছে। সরোয়ার মোল্যার মৃত্যুর পর তার বড় পুত্র পান্না মোল্যা দিঘিটি ভোগ করতেছিলো। ২০০১ সালে মামলার ভিত্তিতে এলাকাবাসী পান্না মোল্যার দখল উচ্ছেদ করে।

পরবর্তীতে ২০০৯ সালে সরকারি ক্ষমতা ব্যবহার করে প্রশাসনকে ম্যানেজ করে পুনরায় দিঘি দখল করে নেয়। এসময় বক্তব্য রাখেন, আলহাজ মকবুল হোসেন সরদার, মুন্সি মনিরুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, মুন্সি রেজওয়ান, মো. রফিকুল সরদার, ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাবিবুর রহমান, দশম শ্রেণির ছাত্র মোমিন উদ্দিন।

টিএইচ