বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

অভয়নগরে খেজুর গাছি সম্মেলন অনুষ্ঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে খেজুর গাছি সম্মেলন অনুষ্ঠিত

‘যশোরের যশ, খেজুরের রস’ এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে যশোরের অভয়নগরে খেজুর গাছি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উপলক্ষে গত শনিবার উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে তিন শতাধিক গাছির অংশগ্রহণে র্যালি, আলোচনা সভা, নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করা হয়। 

সম্মেলন উপলক্ষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। 

বিশেষ অতিথি ছিলেন, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হক, নওয়াপাড়া পৌরমেয়র সুশান্ত কুমার দাস শান্ত, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ প্রমুখ। 

শিক্ষক (অব.) সুনীল দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এসজেড মাসুদ তাজ, দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন আর রশীদ, শ্রীধরপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. নাসির উদ্দিন, খেজুর গাছি নূর মোহাম্মদ প্রমুখ। 

আলোচনা সভা শেষে কওসার আলী ও চিত্তরঞ্জন দাস নামে দুই কৃষককে লক্ষাধিক তালগাছ রোপণের জন্য পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ, মেডেল ও সম্মাননা সনদ প্রদান করা হয়। 

এছাড়া অংশগ্রহণকারী গাছিদের গাছ কাটার বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।

টিএইচ