বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

অভয়নগরে গণপিটুনিতে ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য নিহত

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে গণপিটুনিতে ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য নিহত

যশোরের অভয়নগরে পিয়ারুল ইসলাম নামে ইজিবাইক ছিনতাই চক্রের এক সদস্য গণপিটুনিতে নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকচালক রাজু আহমেদ। তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

গত বুধবার রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের ভূলাপাতা গ্রামে মিজানুর রহমানের মাছের ঘেরের সামনে জামিরা-চলিশিয়া সড়কের উপর এ ঘটনা ঘটে।

নিহত পিয়ারুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার বালিথা গ্রামের মো. দবির সরদারের ছেলে। আহত রাজু আহমেদ অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের বিশ্বাসপাড়া এলাকার আব্দুল হালিম বিশ্বাসের ছেলে।

বিষয়টি জানিয়েছেন অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নীলাদ্রি সুন্দর কুণ্ড জানান, পুলিশ প্রাশাসন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

এ ব্যাপারে ফুলতলা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অভয়নগরে আকিজ সিটি সেন্টারের সামনে থেকে গত বুধবার রাতে যাত্রীবেশে চার ছিনতাইকারী রাজুর ইজিবাইকে ওঠে। তারা পার্শ্ববর্তী ফুলতলা উপজেলার জামিরা বাজারে নিয়ে যেতে বলে। পথিমধ্যে অভয়নগরের চলিশিয়া ইউনিয়নের ভূলাপাতা গ্রামে মিজানুর রহমানের মাছের ঘেরের সামনে পৌঁছালে তারা ইজিবাইক থামাতে বলে। 

ইজিবাইক থামানোর পর চার ছিনতাইকারী রাজুর উপর চড়াও হয়। এক পর্যায়ে ইজিবাইক ছিনিয়ে নেয়ার জন্য তারা রাজুর মাথায় ইট দিয়ে আঘাত করে। এসময় রাজুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে পিয়ারুল বাদে অপর তিনজন দৌড়ে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা পিয়ারুলকে গণপিটুনি দিয়ে ঘটনাস্থলে ফেলে রাখে।

তিনি আরও বলেন, খবর পেয়ে ওই রাতে অভয়নগর থানার ওসিসহ আমি ঘটনাস্থলে পৌঁছায়। এসময় গুরুতর আহত অবস্থায় পিয়ারুল ও রাজুকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিয়ারুলকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসাধীন রাজু মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পালিয়ে যাওয়া তিন ছিনতাইকারী আটকে পুলিশি অভিযান চলছে।  

টিএইচ