বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

অভয়নগরে প্রতিবন্ধীদের মধ্যে ভাতাকার্ড বিতরণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে প্রতিবন্ধীদের মধ্যে ভাতাকার্ড বিতরণ

যশোরের অভয়নগরে ১৬৫ জন প্রতিবন্ধীর মধ্যে মাসিক ভাতাকার্ড বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে নওয়াপাড়া পৌরসভায় প্রতিবন্ধীদের মধ্যে এ কার্ড বিতরণ করা হয়। এ কার্ডের মাধ্যমে প্রতি মাসে ৮৫০ টাকা করে ভাতা দেবে সরকার।

নওয়াপাড়া পৌর মেয়র ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত। তিনি বলেন, প্রতিবন্ধীরা দেশের ভবিষ্যৎ। প্রতিবন্ধীদের অবহেলা না করে লেখাপড়া ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্যানেল মেয়র মো. মিজানুর রহমান, আলহাজ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, কাউন্সিলর মো. তালিম হোসেন, বিপুল শেখ, তানভির হোসেন তানু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

টিএইচ