বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

অযত্ন অবহেলায় সাতকানিয়ার কাঞ্চনা ইউপি ভবন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

অযত্ন অবহেলায় সাতকানিয়ার কাঞ্চনা ইউপি ভবন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার  কাঞ্চনা ইউনিয়ন পরিষদ ভবনটি দীর্ঘদিন যাবৎ অযত্ন অবহেলায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যেন এক ভূতুড়ে পরিবেশ। দেখার কেউ নেই। এই ভবনে কোন দাপ্তরিক কার্যক্রম বর্তমানে পরিচালিত হচ্ছেনা। 

কোন সংস্কারও হচ্ছেনা। বর্তমানে বখাটে ও মাদকাসক্তদের দখলে চলে গেছে এবং জোয়া খেলার আসরে পরিণত হয়েছে জরাজীর্ণ এই ভবনটি। এমনকি এই ভবনটির দরজা জানালা ও আসবাবপত্রও বর্তমানে অবশিষ্ট নেই। টিনে চাউনি  ছিদ্র হয়ে বৃষ্টির পানি বিনা বাধায় ফ্লোরে চলে আসে। ছাদ ভেঙে পড়ছে। ঝাপে ভরে যাওয়ায় ময়লা আবর্জনার ভাগাড় ও মানুষের মলমূত্র ত্যাগের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। 

এমনকি ক্রমান্বয়ে যে যার মত করে দখলে নেয়ার চেষ্টা করছে। যা বর্তমানে বেদখল হওয়ার পথে। এ অবস্থায় যখন যিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন তিনিই তার পছন্দমতো জায়গায় ভাড়াভবনে পরিষদ স্থাপন করে কার্যক্রম পরিচালনা করেন। এতে ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে বিভিন্ন পরিসেবা ব্যাহত হয়। কাঞ্চনা  ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত মূল ভবনটি আমিলাইশ কাঞ্চনা উচ্চ বিদ্যালয় ও কাঞ্চনা বালিকা উচ্চ বিদ্যালয়ের  পাশে ৮০ শতাংশ জমির উপর অবস্থিত। 

এটি কাঞ্চনা ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গা। এই জায়গায় সরকারিভাবে পশু চিকিৎসাও হত এবং ভূমি অফিসেরও কার্যক্রম চলতো। কিন্তু এই কর্মান্ডও এখন বন্ধ হয়ে গেছে। বর্তমান ইউপি চেয়ারম্যান রমজান আলী কাঞ্চনা মনু ফকির হাট বাজারে একটি ভবন ভাড়া করে প্রায় ১১বছর যাবৎ পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার  কাঞ্চনা ইউনিয়ন পরিষদ ভবন কত সালে নির্মাণ করা হয়েছে এলাকাবাসী বলতে পারে না। তবে নির্মাণের পর সংস্কার না করায় দীর্ঘদিন ভবনটি ব্যবহার অনুপযোগী ও পরিত্যক্ত হয়ে গেছে। সব কক্ষের দরজা-জানালাও নাই। ঝোপ ঝাড়ে ভরে আছে। এ অবস্থায় যিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন তিনিই নিজের পছন্দের জায়গায় ভাড়াভবনে পরিষদ স্থাপন করে কার্যক্রম পরিচালনা করেন। 

এতে ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের বিভিন্ন পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। এবিষয়ে ইউপি চেয়ারম্যান রমজান আলী বলেন, ভবন ব্যবহারের অনুপযোগী হওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। আশা করছি অতি দ্রুতই নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে। 

এ ব্যাপারে সাতকানিয়া ইউএনও মিলটন বিশ্বাস বলেন, আমি বিষয়টি  মিডিয়ার  মাধ্যমে অবগত হওয়ার পর বর্তমান চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পর জানতে পারি যে ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া অনেকদূর অগ্রসর হয়েছে। এবং দ্রুত ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের  জন্য চেষ্টা করবে বলে জানান।

টিএইচ