শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

অসহযোগ আন্দোলন : নরসিংদীতে ইউপি চেয়ারম্যানসহ নিহত ৬

নরসিংদী প্রতিনিধি

অসহযোগ আন্দোলন : নরসিংদীতে ইউপি চেয়ারম্যানসহ নিহত ৬

অসহযোগ  আন্দোলনের প্রথম দিনে নরসিংদী সদর উপজেলার মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সদর  সার্কেল কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।  এ ছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আন্দোলনকারীদের ছয়জন। রোববার (৪ আগস্ট) দুপুরের বড় বাজার মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চরদিগলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন (৪০), নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই যুবলীগ নেতা দেলোয়ার হোসেন (৩৮), জেলা পরিষদের সাবেক সদস্য শ্রমিক লীগ নেতা মনিরুজ্জামান ভূইয়া ওরফে নাতি মনির (৪২), শ্রমিক লীগ নেতা আনিছুর রহমান সোহেল (৪০), মাধবদী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কমিশনার নওশের (৪০) ও অজ্ঞাত (৩৮)।

 জানা যায়, আন্দোলনকারীরা মিছিল নিয়ে বের হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের প্রতিহত করার জন্য মিছিলে এলোপাতাড়ি গুলি চালালে কমপক্ষে ৬ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহতদের মধ্যে সুমন মিয়া (৩৫), সোহেব (৪১), আল আমিন(২৫) নরসিংদী সদর হাসপাতালে এবং মীর জাহাঙ্গীরকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুলিবিদ্ধ বাকি দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি 

এ সময় উত্তেজিত আন্দোলনকারী ৪/৫ হাজার লোক আওয়ামী সমর্থকদের গুলি উপেক্ষা করে তাদের ওপর চড়াও হলে আওয়ামী সমর্থকরা দৌড়ে পালাতে থাকে। এ সময় আওয়ামী লীগের ছয় নেতাকর্মী দৌড়ে মাধবদী বাসস্ট্যান্ডের পশ্চিম দিকের বড় মসজিদে আশ্রয় নেয়। আন্দোলনকারীরা মসজিদ থেকে ধারে বের করে এনে মসজিদের সামনেই এলোপাতাড়ি পিটিয়ে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

অপরদিকে নরসিংদী শহরের ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় চত্বরে সব থেকে ছাত্র-জনতা জমায়েত হতে শুরু করে। দুপুর ১ টা থেকে  জেলখানা মোড়  নরসিংদী স্টেডিয়াম পর্যন্ত বিক্ষোভ মিছিল ও অবরোধ  করে রাখে আন্দোলনকারীরা । এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখানে  লোক সমাগম বেড়েই চলেছে।

টিএইচ