রাইডার্স ফাউন্ডেশন একটি নতুন দাতব্য সংস্থা। নতুন হলেও খুব অল্প সময়ে এটি সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
চক্ষুলজ্জার ভয়ে অন্যের কাছে কিছু চাইতে পারে না- এমন অসহায় মানুষদের সহায়তা করে আলোচনায় এসেছে সংস্থাটি।
এর প্রতিষ্ঠাতা সাইবার বিশেষজ্ঞ মেধাবী তরুণ আবদুল রহমান।একদল কর্মঠ সেচ্ছাসেবী নিয়ে ‘রাইডার্স ফাউন্ডেশন’ পরিচালনা করছেন আবদুল রহমান।
রাইডার্স ফাউন্ডেশনের প্রতিসষ্ঠাতা জানান, সমাজে অসহায় অনেকে। তবে যারা সম্মানহানির ভয়ে অন্যের কাছে হাত পাততে পারেন না, তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই আমি এটি প্রতিষ্ঠা করেছি। আমাদের সেবার পরিধি বিস্তৃত না হলেও ব্যতিক্রমী চিন্তাধারার কারণে মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আবদুল রহমান জানান, আমি মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। গরীব অসহায় শিশুদের জন্য আমাদের ‘এক টাকার আহার’ নামে একটি প্রকল্পটিও বেশ সুনাম কুড়িয়েছে।