সোমবার, ১০ মার্চ, ২০২৫
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
The Daily Post

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী তৈরির অভিযোগে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী তৈরির অভিযোগে জরিমানা

চাঁদপুর জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযানে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ ইফতারিসামগ্রী তৈরি করায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) শহরের বাবুরহাট ও ওয়্যারলেস বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি এবং ইফতারসামগ্রী তৈরি করায় বাবুরহাট এলাকার কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডার মালিককে ১৫ হাজার টাকা, ইসলামিয়া সুইটস মালিককে ৫ হাজার টাকা এবং ওয়ারলেস এলাকার মাহির ফুড প্রডাক্ট মালিককে ১৫ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

টিএইচ