বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আ.লীগ ত্রাসের রাজনীতি কায়েম কমরছিল : আ.ন.ম শামসুল ইসলাম

সাতকানিয়া প্রতিনিধি

আ.লীগ ত্রাসের রাজনীতি কায়েম কমরছিল : আ.ন.ম শামসুল ইসলাম

দেশ গড়ার, উন্নয়নের কারিগর ও সুন্দর সুন্দর স্থাপনার কারিগর শ্রমজীবী মেহনতি মানুষ বলে মন্তব্য কমরছেন বাংলাদেশ কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম। তিনি বলেন শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পায়না। 

শনিবার (২৮ ডিসেম্বর) সাতকানিয়া মডেল হাইস্কুল মাঠ প্রাঙ্গণে সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাতকানিয়া উপজেলার শ্রমিক কল্যাণ সভাপতি ডা. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সহ-সভাপতি দিদারুল আলম ও উপজেলা অর্থ সম্পাদক জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা  আনোয়ারুল আলম চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক, কেন্দ্রীয় সহ-সম্পাদক চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম লুৎফর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আ.ন.ম শামসুল ইসলাম বলেন,  আওয়ামী লীগ অহংকার করে বলেছিল পালায় না কিন্তু আল্লাহ এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছে যে তারা স্বদলবলে পালাতে বাধ্য হয়েছে। 

এতে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা বদরুল হক, দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, দক্ষিণ জেলা উপদেষ্টা মাওলানা আবুল ফয়েজ, সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম, সহ-সভাপতি শফিউল আলম প্রমুখ। উল্লেখ্য এতে ২০২৫-২০২৬ সেশনের কমিটি ঘোষণা করেন এবং তাদের শপথ পাঠ করানো হয়।

টিএইচ