শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post
গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন

আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর

মাসুম বিল্লাহ, গাইবান্ধা

আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপনের নির্বাচনী অফিস ভাংচুর করেছে দুর্বত্তরা।

রোববার (৯ অক্টোবর) ভোরে উপজেলার উদাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণকাঠুর (নাড্ডার মোড়) অফিসে এ ভাংচুরের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার সকালে ওই অফিসের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে অফিসের ভিতরে প্রবেশ করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছেঁড়া অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা। এছাড়াও বেশ কিছু নির্বাচনী পোষ্টার ও চেয়ার ভাংচুরের ঘটনাও ঘটেছে ।  এ ঘটনা ভোর রাতে ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের।


এ বিষয়ে জানতে চাইলে,উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান বাদশা  বলেন, কে বা কাহারা রাতের অন্ধকারে আমাদের নির্বাচনী অফিস ভাংচুর করেন।  নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিরোধী দলের লোকেরা এ ঘটনা ঘটিয়েছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী আমার সংবাদকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে ওই অফিস পরদর্শন করা হয়েছে। দুর্বৃত্তরা এই ভাংচুরের ঘটনা ঘটে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুপুর ১ টা পর্যন্ত এ রিপোর্ট  লেখা পর্যন্ত থানায় কোন মামলা বা অভিযোগ দায়ের হয়নি।

এআই