সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post
জি এম কাদের

আ.লীগ ভোট ডাকাতির নির্বাচন করে, এবারও সেটাই করা হচ্ছে

রংপুর ব্যুরো

আ.লীগ ভোট ডাকাতির নির্বাচন করে, এবারও সেটাই করা হচ্ছে

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন ‘সব সময় আমাদের আশঙ্কা ছিল যে নির্বাচনে নিয়ে এসে আমাদের কোরবানি করা হবে। কোরবানি করে নির্ভেজাল, একদলীয় শাসনব্যবস্থা কায়েম করা হবে। এসব আশঙ্কা সত্যি হয় কি না, তা বিকেল হলেই বোঝা যাবে।’

তিনি বলেন, ‘জামালপুর, কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে খবর পেয়েছি। যে পুরোনো কায়দায় আওয়ামী লীগ ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতির নির্বাচন করে, এবারও সেটাই করা হচ্ছে। যদিও বারবার আশ্বস্ত করা হয়েছিল যে এমন কোনো ঘটনা ঘটবে না।’

রোববার (৭ জানুয়ারি) রংপুর-৩ আসনের ভোটকেন্দ্র পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জি এম কাদের এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, ‘ভোট স্বাভাবিক হবে না—সে ধরনের একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে। সব জায়গার খবর এখনো পাইনি। যে আশা করছিলাম—ভোটটা স্বাভাবিক হবে। কিন্তু রংপুর ছাড়া বেশির ভাগ জায়গায় ভোট স্বাভাবিক হচ্ছে না।’

২০১৮ সালের নির্বাচনের পুনরাবৃত্তি হচ্ছে কি না, ‘এর জবাবে জি এম কাদের বলেন, এখন পর্যন্ত কিছু কিছু নমুনা দেখা যাচ্ছে। কারণ, তাদের লোকবল বেশি। অনেক জায়গায় কোথাও বাধা দিচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এ রকম তারা করে যাচ্ছে। যত দূর খবর পেয়েছি, এতে আমরা উদ্বিগ্ন।’

দিন শেষে জাতীয় পার্টির শঙ্কা যদি সত্যি হয়, তাহলে দলের অবস্থান কী হবে—এ প্রশ্নে জি এম কাদের বলেন, ‘সেটা যখন হবে, তখন বলব। আগে থেকে কিছু বলতে চাই না। আমরা সার্বিক পরিস্থিতি দেখে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগরের সভাপতি, মেয়র মোস্তাফিজার রহমান, রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, জেলা জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

টিএইচ