বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘আ.লীগ সরকার সবসময় অসহায় মানুষের পাশে থাকে’

শরীয়তপুর ( ডামুড্যা) প্রতিনিধি

‘আ.লীগ সরকার সবসময় অসহায় মানুষের পাশে থাকে’

শরীয়তপুর-০৩ আসনের এমপি নাহিম রাজ্জাক বলেন, আ.লীগ সরকার সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়, আ.লীগের নেতাকর্মী সবসময় অসহায় মানুষের পাশে থাকে। শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত সোনার বাংলার আধুনিক রুপ স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। 

শুক্রবার (৪ আগস্ট) ডামুড্যা উপজেলা  প্রাঙ্গনে উপজেলা প্রশাসন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে টিন ও নগদ অর্থ বিতরণকালে বলেন। শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মানবিক সহায়তা কর্মসূচি  আওতায় অসহায় ও  দুঃস্থ পরিবারের মধ্যে ডামুড্যা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে গৃহ নির্মাণ ব্যয় বাবদ অর্থের চেক ও ঢেউটিন বিতরণ করলেন শরীয়তপুর -০৩ আসনের এমপিনাহিম রাজ্জাক এমপি।

ডামুড্যা উপজেলা পরিষদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের  ৬৭ জনের মধ্যে ৭৫ বান্ডেল ডেউটিন ও  ৬ হাজার করে টাকা মোট ২ লাখ ২৫ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।

ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ কাজের উদ্বোধন করেন শরীয়তপুর -০৩ আসনের এমপি নাহিম রাজ্জাক, উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, ডামুড্যা থানার ওসি শেখ শরীফুল আলম, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল, ডামুড্যা পৌরমেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল প্রমুখ।

টিএইচ