সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post
বরিশাল বিভাগের ২১ টি আসনে

আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ১৬৫ নেতার ফরম সংগ্রহ

বরিশাল ব্যুরো  

আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ১৬৫ নেতার ফরম সংগ্রহ

আ.লীগের দলীয় মনোনয়ন পেতে বরিশাল বিভাগের ২১ আসনে ১৬৫ জন নেতা দলীয় ফরম সংগ্রহ করেছেন। গত দুইদিনে নেতারা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে আ.লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. বলরাম পোদ্দার জানিয়েছেন। তিনি জানান, শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। 

রোববার বিকেল ৫ টা পর্যন্ত বিক্রি হয়। এই সময় ১৬৫ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। বরিশাল বিভাগে ২১টি সংসদীয় আসন রয়েছে। এরমধ্যে বরিশালে ৬টি, ভোলায় ৪টি, পটুয়াখালীতে ৪টি, বরগুনায় ৩টি, পিরোজপুরে ৩টি ও ঝালকাঠিতে ২টি করে আসন। অ্যাড. বলরাম পোদ্দার আরো জানান, প্রথম দিনে ৭৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

দ্বিতীয় দিনে ৯০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে  বরিশাল-২-আসনে আবুল হাকিম সন্যামত, আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান খান, সৈয়দা রুবিনা মীরা, মনিরুল ইসলাম, মো. শাহে আলম, সুভাষ চন্দ্র হালদার, তালুকদার মো. ইউনুস, মুহাম্মদ আনিসুর রহমান, গোলাম ফারুক, এম মোয়াজ্জেম হোসেন। 

বরিশাল-৩ আসনে ড. মোহাম্মদ আমিনুল হক কবির, মো. শাফায়েত হোসেন, মিজানুর রহমান ও আতিকুর রহমান, মোহাম্মদ সাইফুল আলম, আসাদুল হক, কাজী ইমদাদুল হক, সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল-৪ আসনে হেমায়েতউদ্দিন খান, আফজালুল করিম, শাম্মী আহমেদ, মেজর অব. নাসিরউদ্দিন খান। 

বরিশাল-৫ আসনে কর্নেল অব. জাহিদ ফারুক শামীম ,মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম (এসপি মাহবুব), সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ, মো. মশিউর রহমান খান, মোহাম্মদ আরিফ হোসেন (আরিফিন মোল্লা),  অ্যাড. মোর্শেদা বেগম, সালাউদ্দিন রিপন, সাইদুর রহমান রিন্টু, এসএম জাকির হোসেন। 

বরিশাল-৬ আসন থেকে খান আলতাফ হোসেন ভুলু, রাজিব আহম্মেদ তালুকদার, আব্দুল হাফিজ মল্লিক, মোহাম্মদ শামসুল আলম, শাহনাজ পারভীন রানী, প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, লোকমান হোসেন ডাকুয়া। ভোলা-১ আসনে ফজলুল কাদের মনজু, মো. হেমায়েত উদ্দিন, তোফায়েল আহম্মেদসহ ২১ আসনে মোট ১৬৫ জন নেতা দলীয় ফরম সংগ্রহ করেছেন। নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।

টিএইচ