সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আইইবি দিনাজপুর কেন্দ্রের আয়োজনে বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আইইবি দিনাজপুর কেন্দ্রের আয়োজনে বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) দিনাজপুর কেন্দ্রের আয়োজনে ঈদ পুনর্মিলনী, বিদায়, বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার রাতে দিনাজপুর সড়ক সার্কেলের কনফারেন্স রুমে অনুষ্ঠানে দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুল আলম খানের সভাপতিত্বে এবং আইইবি দিনাজপুর কেন্দ্রের সাধারণ সম্পাদক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুরাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সওজ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মনসুরুল আজিজ, এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান, বরেন্দ্রর নির্বাহী প্রকৌশলী এজাদুর রহমান, নেসকো-১-এর নির্বাহী প্রকৌশলী  ফজলুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী এসএম শাহিনুর ইসলাম, হাউজিং দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মইনুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী আসাদুজ্জামান, পানি উন্নয়ন বোর্ড  দিনাজপুরের উপবিভাগীয় প্রকৌশলী শরিফুল ইসলাম, বিটিসিএল দিনাজপুরের ডিজিএম বেলায়েত হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে বিদায়ী নেসকো সার্কেল দিনাজপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদুল হাসানকে সম্মাননা ক্রেস্ট এবং এলজিইডি দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী  সাখাওয়াত হোসেন, নেসকো সার্কেল দিনাজপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোসাদ্দেক কবির ও পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী ফারুক  আহমেদকে ফুল দিয়ে বরণ করে নেন দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুল আলম খান।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দিপই’র চিফ ইনস্ট্রাক্টর (মেকানিক্যাল) প্রকৌশলী জাবেদ আলী এবং হাবিপ্রবির নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সৈকত আলী।

টিএইচ