বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ পুলিশের সেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
এই অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে, খাগড়াছড়ি জেলা পুলিশ সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ১৫ টি প্রশংসনীয় কাজের জন্য আইজিপি কর্তৃক পুরস্কৃত হয়েছে। এ অর্জন কেবল সম্ভব হয়েছে পুলিশ সুপার খাগড়াছড়ি জেলা, মুক্তা ধর পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায়।
খাগড়াছড়ি জেলা পুলিশ যে ১৫ বিষয়ে আইজিপি পুরস্কার পেলেন, বিষয়বস্তু নিম্নরূপ:
১.মাটিরাঙ্গা থানা পুলিশের ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার। ২. গুইমারা থানা পুলিশের অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার। ৩. মাটিরাঙ্গা থানা পুলিশের অপহূত ভিকটিমসহ মূল অপহরণকারী গ্রেপ্তার। ৪. খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে বিদেশি সিগারেট ও টমটমসহ চোরাকারবারি গ্রেপ্তার। ৫. সদর থানা পুলিশের অভিযানে ব্যাংকের আত্মসাৎকৃত অর্থ উদ্ধারসহ একজন গ্রেপ্তার। ৬. গুইমারা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেপ্তার। ৭. মানিকছড়ি থানা পুলিশের অভিযানে চারটি চোরাই মোটরসাইকেলসহ দুজন গ্রেপ্তার। ৮. গুইমারা থানা পুলিশের অভিযানে ৩০ কোটি ২৬ লাখ টাকার অধিক মূল্যের গাঁজা জব্দ।
৯. খাগড়াছড়ি সদর থানাধীন ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির অভিযানে বিদেশি সিগারেটসহ একজন গ্রেপ্তার। ১০. খাগড়াছড়ি সদর থানার অভিযানে চোলাই মদসহ দুজন গ্রেপ্তার। ১১. মানিকছড়ি থানা পুলিশের অভিযানে অপহরণ মামলার রহস্য উন্মোচনসহ একজন গ্রেপ্তার। ১২. মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযানে চোরাই স্বর্ণালংকারসহ একজন গ্রেপ্তার। ১৩. মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযানে ভারতীয় ওষধসহ দুজন গ্রেপ্তার। ১৪. খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ১৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেটসহ একজন গ্রেপ্তার। ১৫. গুইমারা থানা পুলিশের অভিযানে অবৈধ কাঠসহ দুজন গ্রেপ্তার।
এ ভালো কাজগুলোর স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার বলেন, এ পুরস্কার অর্জন আমাদের দায়িত্ব ও কর্তব্য পালনের ক্ষেত্রে জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাদের আরো উৎসাহিত ও উজ্জীবিত করবে।
টিএইচ