বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

আউটসোর্সিং বাতিল দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি  

আউটসোর্সিং বাতিল দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিল দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা/কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ।

সোমবার (২৪ মার্চ) প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা  প্রশাসক মো. ইসরাইল হোসেনের নিকট স্মারকলিপি তুলে দেন।  মনববন্ধনে বক্তব্য রাখেন, মো. আমিল ইসলাম চৌধুরী, সভাপতি জাতীয় ইমাম সমিতি-সদর, মে. ফয়তুল ইসলাম সিদ্দিকী, সভাপতি-মউশিক শিক্ষক সমিতি, জুলফিকার আলী বাবুল-ফিল্ড সুপারভাইজার-সদর, মো. নূরুল ইসলাম-মডেল কেয়ারটেকার-মৌলভীবাজার সদর।

বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ৩২ বছর যাবৎ চলমান মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) শীর্ষক সমাপ্ত প্রকল্পের জনবলকে রাজস্বকরণ ও আউটসোর্সিং এর আওতাধীন না করে প্রস্তাবিত ৮ম পর্যায় প্রকল্প অনুমোদন দিতে হবে।

দেশব্যাপী প্রায় ৮০ হাজার শিক্ষা কেন্দ্র ও ২ হাজার ৫০টি রিসোর্স সেন্টারের মাধ্যমে সমাপ্ত হয়েও বর্তমানে এর কার্যক্রম মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি ১৯৯৩ সাল থেকে শুরু হয়ে ৭ম পর্যায় ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অত্যন্ত সফলতা চলমান রয়েছে।

দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ-আন্দোলনের মাধ্যমে দেশে জনতার সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বৈষম্যের স্বীকার হওয়া চাকরিজীবী ও আমজনতার উপর জগদ্বল পাথরের মতো চেপে বসা বৈষম্যের অবসান হতে শুরু হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৮০ হাজার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা ও সাধারণ শিক্ষায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, কিশোর কিশোরী ও বয়স্কদের পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা ও শিক্ষিত বেকার নারী ও পুরুষের দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

টিএইচ