রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
The Daily Post
বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক

আখাউড়া সীমান্তে কৃষকের সবজি গাছ কাটলো বিএসএফ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়া সীমান্তে কৃষকের সবজি গাছ কাটলো বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে কৃষকের ক্ষেতের সবজি গাছ কেটে ও রূপায়িত বোরো ধানের চারা তুলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এ নিয়ে গত বুধবার বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুতই বৈঠকে বসে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করবেন বলে সিদ্ধান্ত হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবি ৬০ ব্যাটালিয়নের গঙ্গাসাগর ক্যাম্প কমান্ডার মূর্শেদুল হক। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এমন কর্মকাণ্ডে বাংলাদেশের সীমান্ত অধিবাসী ও কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তঘেষা লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মালেক মিয়া, সাফায়েত মিয়া ও শামসুল আলম বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তঘেষা আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের লক্ষ্মীপুর সীমান্তের ২০২৪/১৩-এস পিলার এলাকায় কাঁটাতারের বেড়া সংলগ্ন বাংলাদেশ অংশে জমি লিজ নিয়ে এবং জমি বর্গা নিয়ে স্থানীয় কৃষকরা যুগ যুগ ধরে চাষাবাদ করে আসছে।

সেখানে সীমান্ত এলাকায় বসবাসকারী বাংলাদেশি কৃষকরা সবজি চাষাবাদসহ বোরো ধান রোপণ করেছেন। দুদিন আগে বিএসএফ ভারতীয় লোকজন নিয়ে স্বদলবলে প্রবেশ করে রোপণকৃত ধানিজমি ও সবজিক্ষেত কেটে ক্ষতিসাধন করে।

এসময় ভারতীয় বিএসএফ লাউ, সিম, কপি, টমেটো গাছ কেটে ফেলে এবং ধানের চারা উপরিয়ে ফেলে। ওই জমি ভারতীয় অংশের বলে দাবি করে তারা। খবর পেয়ে ৬০ বিজিবি কর্নেল বাজার ক্যাম্পের টহল জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে তাদের তীব্র বাঁধার মুখে একপর্যায়ে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।

গ্রামের প্রবীণ মুরুব্বি মালেক মিয়া বলেন, বিগত ৫০ বছরের বেশি সময় ধরে সীমান্তবর্তী জমিতে চাষাবাদ করে আসছেন তিনি। গত সোমবার ওই জমিতে গেলে ভারতের ত্রিপুরা রাজ্যের মনতলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাঁধা হয়ে দাঁড়ান।

এ বিষয়ে গঙ্গাসাগর বিজিবি সুবেদার মূর্শেদুল হক জানান, আপত্তিকৃত অংশ ব্যতীত অন্য জায়গায় চাষাবাদ অব্যাহত থাকবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আপত্তিকৃত জায়গায় উভয় দেশের সার্ভে বিভাগ কর্তৃক যৌথ মাপ জরিপের পর বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে একমত পোষণ করা হয়েছে বৈঠকে।

টিএইচ